বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬

সাজ্জাদের হাফ-সেঞ্চুরিতে প্রথম জয় অদ্বিতীয়র

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ওপেনার সাজ্জাদ মির্জার হাফ-সেঞ্চুরিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে অদ্বিতীয়।

আজ ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে অদ্বিতীয় ৭ উইকেটে হারিয়েছে দুর্বারকে। নিজেদের প্রথম ম্যাচে অদম্যর কাছে ৪ উইকেটে হেরেছিল অদ্বিতীয়।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৫ উইকেট হারায় দুর্বার। এরপর জনি তালুকদারের ৪৭ বলে ২৯, মঈনুল ইসলামের ৫টি ছক্কায় ২১ বলে ৪৪ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান করে দুর্বার।

অদ্বিতীয়র মুহিব বিল্লাহ ও মোহাইমাইনুল খান ২টি করে উইকেট নেন।

জবাবে ৪১ বল খেলে উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন অদ্বিতীয়র দুই ওপেনার কাফিল উদ্দিন ও সাজ্জাদ। ৪ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৪৪ রানে থামেন কাফিল।

তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাজ্জাদ। ৩ চার ও ২ ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫৩ রান করেন তিনি।

তিন নম্বরে নেমে মোহাম্মদ সুমন ২৮ রান করে অদ্বিতীয়র প্রথম জয়ে অবদান রাখেন।