বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:১২

রুট-ব্রুকের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ইংল্যান্ডের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে টানা চতুর্থ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। 

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ৫৩ রানে হারিয়েছে শ্রীলংকাকে। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকা ১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছিল। শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ইংলিশরা। এর আগে ২০১৬, ২০১৮ ও ২০২১ সালেও শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ২০১৪ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি শ্রীলংকা। এছাড়া ঘরের মাঠে টানা ১২ সিরিজ পর হারল লংকানরা। 

১-১ সমতা নিয়ে কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামে ইংল্যান্ড ও শ্রীলংকা। অঘোষিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার রেহান আহমেদ ২৪ ও বেন ডাকেট ৭ রানে আউট হন। 

তৃতীয় উইকেটে ১২৪ বলে ১২৬ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন রুট ও জ্যাকব বেথেল। জুটিতে ৮টি চারে ৬৫ রান করে থামেন বেথেল।

এরপর ক্রিজে রুটের সঙ্গী হন ব্রুক। দু’জনে মিলে শ্রীলংকার বোলারদের উপর তান্ডব চালান। ১১৩ বলে খেলে স্কোর বোর্ডে ১৯১ রান জমা করেন দু’জনের। ৫৭ বল খেলে ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ব্রুক। শেষ পর্যন্ত ১১টি চার ও ৯টি ছক্কায় ৬৬ বলে ১৩৬ রানে অপরাজিত থাকেন ব্রুক।

ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ১১১ রান করেন রুট। তার ১০৮ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা ছিল।

রুট-ব্রুকের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৫৭ রান করে ইংল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান ইংলিশদের। 

৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে শুরু থেকেই দ্রুত রানের চাকা ঘুরছিল শ্রীলংকার। কিন্তু ৫টি চার ও ৩টি ছক্কায় ২৫ বল খেলে নিশাঙ্কা ৫০ রানে আউট হলে রানের গতি কমে আসে লংকানদের। 

সতীর্থদের সাথে বড় কোন জুটি গড়তে না পারলেও এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন পাভান রত্নানায়েকে। সপ্তম উইকেটে ইনিংসে সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়েন রত্নানায়েকে ও দুনিথ ওয়েলালাগে। ২২ রানে ওয়েলালাগে ফেরার পর ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন রত্নানায়েকে। 

শেষ ব্যাটার হিসেবে রত্নানায়েকে আউট হলে ৪৬.৪ ওভারে ৩০৪ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১২টি চার ও ১টি ছক্কায় ১১৫ বলে ১২১ রান করেন রত্নানায়েকে। ইংল্যান্ডের চার বোলার ২টি করে উইকেট নেন। 

ঝড়ো সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন ব্রুক। ২৪৭ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন রুট। 

আগামী ৩০ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও ইংল্যান্ড।