শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শেষ ওভারে জয়ের জন্য ১৬ রানের দরকারে প্রথম তিন বলে তিন ছক্কায় টি-টোয়েন্টি ক্রিকেটে ঐতিহাসিক জয় পেয়েছে ইতালি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারায় ইতালি। আইসিসির পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে প্রথম কোন দ্বিপাক্ষিক সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল ইতালি। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আয়ারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা।
গতরাতে দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ও অধিনায়ক পল স্টার্লিং। ইতালির স্পিনার ক্রিশান কালুগামাগে ৩ উইকেট নেন।
জবাবে ১৬ ওভারে ৫ উইকেটে ১১১ রান তুলেছিল ইতালি। শেষ চার ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ৪৬ রান প্রয়োজন পড়ে তাদের। শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ৩০।
এরপর শেষ ওভারে ১৬ রানের দরকারে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থির প্রথম তিন বলে ছক্কা মেরে ইতালিকে অবস্মিরনীয় জয় এনে দেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত গ্র্যান্ট স্টুয়ার্ট। সাত নম্বরে নেমে ৪ ছক্কা ও এক চারে ১৯ বলে অপরাজিত ৩৩ রান করেন স্টুয়ার্ট।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে চারবারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি। এবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তাদের। গ্রুপ ‘সি’তে আছে তারা। ঐ গ্রুপে ইতালির প্রতিপক্ষ- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও স্কটল্যান্ড।
আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইতালি।