বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ২০:০৭

পরাণের অলরাউন্ড নৈপুণ্যে সিসিডিএম টি-টোয়েন্টিতে শুভ সূচনা দুরন্তর

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মোহাম্মদ পরাণের অলরাউন্ড নৈপুণ্যে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে শুভ সূচনা করেছে দুরন্ত দল। 

আজ ঢাকার পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুরন্ত ২৮ রানে হারিয়েছে দুর্বারকে।

তিনটি চার ও ছয়টি ছক্কায় সাজানো পরাণের ৩৫ বলে ৬৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা দুরন্ত। 

এছাড়া শাহবাব জামিল ২৩ ও আজমল হুদা আজাদ ১৭ রান করেন। 

দুর্বারের আরিফুল জনি-শেখ আরিফ বিল্লা ও ফাহিম মুনসি ২টি করে উইকেট নেন। 

জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় দুর্বার। দলের হয়ে শাওন কাজী ৩৭ ও অধিনায়ক জনি তালুকদার ২৩ রান করেন। 

ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলার পর বোলিংয়েও দলের জন্য অবদান রাখেন পরাণ। ২৫ রানে ৩ উইকেট নেন তিনি। পাশাপাশি ২৯ রানে ৩ উইকেট নেন মো: শোয়েব।