শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে অগ্রণীকে ৩ রানে হারিয়েছে অপরাজেয়।
আজ পিকেএসপির ২ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে অপরাজেয়।
মিডল অর্ডার ব্যাটার রাকিক ইসলাম শ্রাবণের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৯ রান। তার ২৮ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা ছিল।
ওপেনার আসানুর রহমান ২টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৩৭ রান করেন।
অগ্রণীর মোহাম্মদ ও রিয়াজুল করিম ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার শাহরিয়ার হোসেন ও রিয়াজুল করিমের ব্যাটে চলে জয়ের লড়াইয়ে ছিল অগ্রণী। কিন্তু অপরাজেয় বোলারদের দারুণ বোলিংয়ে তীরে এসে তরি ডুবে অগ্রণীর। ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করে ম্যাচ হারে তারা।
শাহরিয়ার ৩৪ বলে ৩৭ রানে থামলেও ৩টি চার ও ১টি ছক্কায় ৪৭ বল খেলে ৪৫ রানে অপরাজিত থাকেন রিয়াজুল।
অপরাজেয়র পক্ষে মাসমাইন সাগর ও শেখ নাহিদ ২টি করে উইকেট নেন।