বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ২০:২১

রিফাতের হাফ-সেঞ্চুরিতে সিসিডিএম টি-টোয়েন্টিতে জয়ে শুরু অদম্যর

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ওপেনার রিফাত সানজিদ শিহাবের হাফ-সেঞ্চুরিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে জয় দিয়ে আসর শুরু করল অদম্য দল। 

আজ ঢাকার পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে অদম্য ৪ উইকেটে হারিয়েছে অদ্বিতীয়কে। 

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অদ্বিতীয়। দুই ওপেনার ২৭ রানের সূচনা এনে দিলেও, দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে বড় সংগ্রহ গড়তে পারেনি অদ্বিতীয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানের মামুলি সংগ্রহ পায় তারা।

মিডল অর্ডারে ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে শাহরিয়ার রহমান সর্বোচ্চ ৩২ এবং ১৬ বলে ১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২৫ রান করেন রাশেদুজ্জামান। 

৫৩ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়েন শাহরিয়ার ও রাশেদুজ্জামান। 

১৩ রানে ৩ উইকেট নিয়েছেন অদম্যর সেরা শাহাদাত হৃদয়।

জবাবে ২৭ বলে ৪৯ রানের সূচনা করেন অদম্যর দুই ওপেনার রিফাত ও মো: রমজান হোসেন। ১১ রান করে আউট হন রমজান। 

এরপর রাফসান ৩ ও আবু হাম্মাম ৬ রানে আউট হলে এক প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রাখেন রিফাত। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৫২ রান করেন তিনি। 

১১তম ওভারে দলীয় ৮১ রানে রিফাত ফেরার পর জয় পেতে সমস্যা হয়নি অদম্যর। ৫ বল বাকী রেখে জয় পায় তারা। পরের দিকে নাজমুল হোসেন ১৬ ও হৃদয় ১৮ রান করেন। সুশান্ত ৮ ও সাইদ সরকার ৭ রানে অপরাজিত ছিলেন।