বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া)-এর ওপর সর্বসাধারণের মতামত আহ্বান

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া) প্রস্তুত করা হয়েছে। খসড়া অধ্যাদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খসড়া অধ্যাদেশের ওপর আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে মতামত ও প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে তাদের মতামত ও প্রস্তাব ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

মতামত ও প্রস্তাব পাঠানোর জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানাগুলো হলো—[email protected] এবং [email protected]