বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৪
আপডেট  : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫

নারী ক্রিকেটের দিয়ে এশিয়াডে বাংলাদেশের প্রথম পদক

হাংজু, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (বাসস): নারী ক্রিকেটের মাধ্যমে ১৯তম এশিয়ান গেমসে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। গেমসের তৃতীয় দিনে আজ পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।
ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তান নারী ক্রিকেট দলকে  ৯ উইকেটে ৬৪ রানে আটকে  দেয় বাংলাদেশের নারীরা। জবাবে ১৮ ওভার দুই বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পুরণ করে বাংলাদেশ। বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ১৪ রান করেছেন স্বর্ণা আক্তার।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বাংলাদেশের কর্মকর্তারা এসময় মাঠে উপস্থিত হয়ে নারী দলকে উৎসাহ দিয়েছেন। এশিয়ান গেমসকে ঘিরে চীনের হাংজুতে অবশ্য ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহেদ রেজা। গতকাল রোববার অংশ নেন এশিয়ার এই মাল্টি স্পোর্টস গেমের ১১০ বছর পূর্তি অনুষ্ঠানে। আজ সোমবার এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়