বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

শেরপুরে ল্যাপটপ পেলেন ২৪০ জন নারী

শেরপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ পেলেন জেলার ২৪০ জন নারী। শনিবার দুপুরে তথ্য-প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সব ল্যাপটপ বিতরণ করা হয়। 
জেলার তিনটি উপজেলায় আইটি সার্ভিস প্রোভাইডার, ওম্যান ফিল্যান্সার ক্যাটাগরিতে মোটা ১২টি ব্যাচে ২৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে বিতরণ করা হয়। জেলা প্রশাসক আব্দল্লাহ আল খায়রুম এসব ল্যাপটপ বিতরণ করেন। ল্যাপটপ বিতরণের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোনলিসা বেগম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।
জেলা সদর, নালিতাবাড়ী ও শ্রীবদী উপজেলায় চারটি করে ১২টি ব্যাচের ২৪০ জন নারীর প্রশিক্ষণ গ্রহণ শেষে তাদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। 
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, সরকার সবাইকে চাকরি দিতে পারবে না। কিন্তু সবাইকে স্বাবলম্বাী করে গড়ে তুলার চেষ্টা করছে। স্বাবলম্বী জাতি হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করে আসছে। আজ প্রশিক্ষণ শেষে ল্যাপটপ প্রদান করায় তাদের স্বাবলম্বী করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়