বাসস
  ২৯ এপ্রিল ২০২৪, ১৯:১৯
আপডেট  : ২৯ এপ্রিল ২০২৪, ১৯:২২

লালমনিরহাটে মাদকবিরোধী কর্মশালা 

লালমনিরহাট, ২৯ এপ্রিল ২০২৪(বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে  মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ ইমরুল কায়েস, জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের সহকারী পরিচালক নাজির হোসেন প্রমুখ। 
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি এ কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়