বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টায় ইন্তেকাল করেন।

এক শোকবার্তায় ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট অভিভাবক এবং একজন উচ্চপদস্থ রাষ্ট্রনায়ককে হারালো।

তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুকে বাংলাদেশের ইতিহাসে একজন কিংবদন্তির বিদায় হিসেবে অভিহিত করে বলেন, তাঁর (খালেদা জিয়া) মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনই পূরণ হবে না।
ড. কামরুল আহসান বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার জন্য বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছ থেকে ‘আপোষহীন দেশনেত্রী’ উপাধি অর্জন করেছিলেন।

তিনি আরও বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে বেগম জিয়া সময়ের দাবির প্রতি সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষের নেত্রী হয়ে ওঠেন, যা জাতীয় ঐক্যের প্রতীক।

উপাচার্য উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবন জুড়ে উদার আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখেছিলেন। দেশ ও দেশের মাটি এবং জনগণের অধিকার রক্ষায় অবিচল ছিলেন তিনি।

তিনি বলেন, ব্যক্তিগত আচরণ এবং সামাজিক মূল্যবোধে বেগম খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার এক অনন্য উৎস এবং স্বাধীনতা রক্ষায় সাহসী ও সোচ্চার ছিলেন। 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর ভাষণের উদ্ধৃতি দিয়ে ড. কামরুল আহসান ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ধ্বংসাবশেষ থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ পুনর্গঠনের তাঁর আহ্বানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, তিনি সহনশীলতা, সংযম, ভালোবাসা, শান্তি এবং জ্ঞানের মধ্যে নিহিত ঐক্যের বার্তা রেখে গেছেন, ধ্বংস এবং প্রতিশোধকে প্রত্যাখ্যান করেছেন।

তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার প্রতি চির শান্তি কামনা করেন।