বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের গভীর শোক

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের পক্ষে এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সকলকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন, এ মর্মে তারা দোয়া করেন।

শোকবার্তায় ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সততা, নীতি, দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকারের প্রতিফলন। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং দৃঢ়তার সঙ্গে দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। 

পাশাপাশি জাতীয় অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়করণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ব্যক্তিত্বের সরলতা, মানবিকতা, সহনশীলতা ও দূরদৃষ্টি জাতীয় জীবনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার শোকবার্তায় বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় বেগম খালেদা জিয়া সর্বদা দেশের ঐক্য, সম্প্রীতি ও অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। রাজনৈতিক অস্থিরতার সময়ে তাঁর প্রজ্ঞাময় নেতৃত্ব নানা সংকট উত্তরণে পথনির্দেশ করেছে। দেশ ও জনগণের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ সেবার কারণে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন এবং ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবেন।