শিরোনাম

নওগাঁ, ২৯ জানুয়ারি, ২০২৬(বাসস): নওগাঁয় শহরের এটিম মাঠে আজ বিকেল সাড়ে ৫টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর জন্য অপেক্ষায় আছে পুরো নওগাঁবাসী। দীর্ঘ দুই দশক পর নওগাঁয় তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে জেলার ১১টি উপজেলা ও পাশ্ববর্তী জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছে। তারেক রহমান জনসভাস্থলে পৌঁছানোর আগেই এটিম মাঠ ও তার আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
বিএনপির চেয়ারম্যানের আগমনকে ঘিরে আজ বৃহষ্পতিবার সকাল থেকে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ দলে দলে জনসভায় যোগ দেন। ঢাকঢোল পিটিয়ে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন সাধারণ মানুষ। এসময় অনেকের মাথায় বিএনপির লোগো সম্বলিত বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়। নেতা-কর্মীরা তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জনসভাস্থল।
তারেক রহমানের জনসভাস্থলে আসা ইব্রাহিম মন্ডল বলে, ‘ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ১২কিলোমিটার পায়ে হেঁটে তারেক রহমানকে দেখবো বলে এসেছি। তার আসার খবরে চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। কখন তাকে কাছ থেকে দেখতে পাবো সেই অপেক্ষায় আছি।’
গোলাম কিবরিয়া বলেন, ‘সকাল থেকে মাঠে এসে অবস্থান করছি। তারেক রহমান আমাদের মাঝে এসে দেশের মানুষের কল্যাণের কথা, চাঁদাবাজির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন, সেগুলো আবারো তার মুখ থেকে শোনার জন্য অপেক্ষায় আছি। দেশে যেন কোন দুর্নীতিবাজ অবস্থান নিতে না পারে সেটি দলীয় হোক বা দলের বাইরে হোক।’
এদিকে তারেক রহমান মঞ্চে ওঠার আগে নওগাঁ ও জয়পুরহাট জেলার ধানের শীষের মনোনীত প্রার্থী, স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দরা একে একে বক্তব্য রাখছেন।
সমাবেশে তারা বলছেন, সব ষড়যন্ত্র মোকাবিলায় ভবিষ্যতে বৃহৎ স্বার্থে ধানের শীষকে নির্বাচনে বিজয়ী করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই নির্বাচনে মাধ্যমে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।