শিরোনাম

খুলনা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের জনগণ যখন নির্বাচনের জন্য প্রস্তুত ঠিক তখনই একটি চক্র ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে পরিস্থিতি অস্থির ও অস্থিতিশীল করে তুলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে এক উঠান বৈঠক শেষে তিনি এ কথা জানান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
নির্ধারিত সময়ে নির্বাচনের জন্য সরকারি সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ঘোষিত টাইমলাইনে নির্বাচনকে নিরাপদে সম্পন্ন করার জন্য সরকারের সব বিভাগগুলোকে আরো কঠোর হতে হবে, রাজনৈতিক দলগুলোকে আরো সহনশীল, ধৈর্যশীল ও আন্তরিক হতে হবে, এবং গণমাধ্যমকেও রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে খর্নিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বামুন্দিয়ায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি রাষ্ট্রসংষ্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোটকে হ্যাঁ বলতে হবে।
ওয়ার্ড সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, উপজেলা হিন্দু বিভাগের সভাপতি ডা. হরিদাস মণ্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আ. ওয়াদুদ ও সাবেক শিবির নেতা ড. একরাম উদ্দিন সুমন।
শহিদুল ইসলাম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ইউনিয়ন আমির আবুল হোসেন শেখ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান, ইউনিয়ন হিন্দু সভাপতি নারায়ণ রাহা ও সেক্রেটারি প্রদিপ দাস প্রমুখ।
বেলা ১১ টায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পাচুড়িয়া এলাকায় গণসংযোগ করেন। পরে বেলা ১২টায় পূর্ব ভদ্রদিয়ায় ৪নং ওয়ার্ডের উদ্যোগে অনুরূপ এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন।
ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন গাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুল কাদের মোড়লের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আ. ওয়াদুদ প্রমুখ।
এদিকে বিকেল ৩টায় শোভনা ইউনিয়নের মান্দারতলায় মতুয়া সম্মেলনে মাস্টার শুভ্রত’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, শোভনা ইউনিয়ন সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার প্রমুখ।
পরে রাত ৭টায় ফুলতলার রাড়ীপাড়ায় এক উঠান বৈঠক মাওলানা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম ও এডভোকেট আবু ইউসুফ মোল্লা, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, ফুলতলা ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ আল-আমিন গাজী প্রমুখ।