শিরোনাম

রাজশাহী, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে নগরীর মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এ ৪ জনকে আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, জহুরুল ইসলাম সুমন (৪২), রফিকুল ইসলাম (৩৫), মোস্তাক আহম্মেদ (৪৬) এবং আল-আমিন (৪৫)। তারা সবাই মতিহার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধরমপুর জাহাজঘাট এলাকায় একটি বাড়িতে তাস ও নগদ টাকার মাধ্যমে জুয়ার আসর বসেছে।
বিষয়টি জানার পরে ওই টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নগদ, প্যাকেটজাত ৩ সেট তাস এবং ১ সেট খোলা তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।