বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:২১

শহীদ আসিফ হাসান স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে স্টেডিয়াম ও ভবনের উদ্বোধন ঘোষণা করেন। ছবি: বাসস

সাতক্ষীরা, ৪ ডিসেম্বর ২০২৫(বাসস): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেলার দেবহাটা উপজেলার আস্কারপুরে জুলাই আন্দোলনে নিহত ‘শহীদ মো. আসিফ হাসান মিনি স্টেডিয়াম’ এবং ‘শহীদ আসিফ হাসান আদর্শ বন্ধু মহল’ এর দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 

তিনি আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে স্টেডিয়াম ও ভবনের উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেলে এর উদ্বোধন করা হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ হাসান ও ভাই রাকিব হাসানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশে স্থায়ী ক্রীড়া অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়রা এখানে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। 

তিনি বলেন, শহীদ আসিফ হাসানের স্মৃতিকে সংরক্ষণ ও তার আদর্শকে ধারণ করে এই স্টেডিয়াম ও ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে দেবহাটা উপজেলার ক্রীড়া কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।

স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেবহাটা অঞ্চলের ক্রীড়াঙ্গনে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করবে।