শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস) : দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রোগ্রামিং কমিটির ৬১তম অধিবেশন আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আট সদস্য দেশের সিনিয়র কর্মকর্তারা অধিবেশনে অংশ নিচ্ছেন, পাশাপাশি সার্কের বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোর প্রধান এবং সচিবালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এতে অংশ নিচ্ছেন।
এই অধিবেশনটি নেপালের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে এবং সার্কের সকল সদস্য দেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট, জয়েন্ট সচিব এবং পররাষ্ট্র বা বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালকরা অংশগ্রহণ করছেন। এতে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার কর্মকর্তারা উপস্থিত আছেন।
অধিবেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সচিব ও কমিটির চেয়ারপার্সন কিরণ শাক্য।
উদ্বোধনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সার্কের গুরুত্ব তুলে ধরে বলেন, সংস্থা দক্ষিণ এশিয়ার সংলাপ, সহযোগিতা ও সম্মিলিত কর্মকাণ্ডের প্রধান মঞ্চ হিসেবে দীর্ঘস্থায়ী ভূমিকা রাখছে।
কিরণ শাক্য বলেন, এই বৈঠক আমাদের মনে করিয়ে দেয় যে, সার্ক এখনো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং উদীয়মান সুযোগগুলো কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কার্যকর ও প্রাসঙ্গিক থাকার জন্য সংস্থাকে ক্রমাগত উন্নয়ন, প্রতিষ্ঠানের শক্তিশালীকরণ এবং আঞ্চলিক জনগণের জন্য স্পষ্ট সুবিধা নিশ্চিত করতে হবে।
অধিবেশনে বক্তব্য দেন সার্কের মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সরওয়ার। তিনি সদস্য দেশগুলোর অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহাসচিব বলেন, প্রোগ্রামিং কমিটি সংস্থার একটি মূল চাটার বডি হিসেবে কেন্দ্রীয় ভূমিকা রাখে এবং সার্কের প্রতিষ্ঠাকালীন বিশ্বাস পুনরায় স্মরণ করান যে, সম্মিলিত কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো পৃথকভাবে যা অর্জন করতে পারে তার চেয়ে অনেক বেশি অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, শীঘ্রই সার্ক চার্টারের ৪০তম বর্ষপূর্তি উদযাপন করা হবে, যা হবে এক গর্বের মুহূর্ত এবং সংস্থার অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যতের পথ মূল্যায়ন করার সময়।
অধিবেশন চলাকালীন কমিটি ২০২৬ সালের জন্য সার্কের বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোর বাজেট ও কার্যক্রমের ক্যালেন্ডার পর্যালোচনা এবং চূড়ান্ত করবে।