শিরোনাম

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এবারের প্রতিপাদ্য ‘Fostering disability inclusive societies for advancing social progress’ ‘(প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি)’।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে আগামী ৩-৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ শাবু ইউছুফ সচিব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।