বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফেনীর অটিস্টিক স্কুলে আনন্দ আয়োজন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফেনীর মিজান রোডের অটিস্টিক স্কুলে জমজমাট আনন্দ মেলার আয়োজন করা হয়। ছবি: বাসস

ফেনী, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফেনীর মিজান রোডের অটিস্টিক স্কুলে জমজমাট আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।

‘ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ’ সংগঠনের আয়োজনে আজ সোমবার এ মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাকারিয়া ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় বক্তব্য দেন উপদেষ্টা নাসির উদ্দিন সাইমুম, সদস্য আসাদুজ্জামান দারা। 

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান, সদস্য সমর দেবনাথ। 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত এ তালহা, আবৃত্তিতে আব্দুল হামিদ, পতাকা দৌড় এ মোহাম্মদ আরাফাত, আরিয়া, ঝুড়িতে বল নিক্ষেপে তাইফুন ও শোয়াইব পুরস্কার লাভ করে। পরে শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

এর আগে সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকিরের পক্ষ থেকে পরশুরামের বক্স মাহমুদ এলাকার এক কলেজছাত্রীকে পাঠ্যপুস্তক ও কলেজ ইউনিফর্ম উপহার দেয়া হয়।