বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ২ অধ্যাপকের সাক্ষাৎ

ছবি: বাসস

ঢাবি, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ডেভিড লিয়ন এবং লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন সিটন। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং তার প্রশাসনিক আমলে বিরাজমান শিক্ষার অনুকূল পরিবেশ সম্পর্কে অতিথিদের অবহিত করেন। উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি অর্জনের জন্য আমরা নিরলসভাবে প্রচেষ্টা চালাচ্ছি।’

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি অতিথিদের অবহিত করেন।