শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘ রিসার্চ ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার ফেস্টিভ্যাল' আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে রোববার সায়েন্স এনেক্স ভবন চত্বরে অনুষ্ঠেয় এ গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করবেন।
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট উপলক্ষ্যে গবেষণা প্রবন্ধ উপস্থাপন, পোস্টার প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগদান করবেন।