বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০২

সাতক্ষীরায় সার ও কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা

ছবি: বাসস

সাতক্ষীরা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি সার ও কীটনাশকের দোকান মালিককে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধহাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশসহ পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধহাটা বাজারের অভিযান চালানো হয়। এ সময় সার বিক্রয়ের মেমো ও রেজিস্ট্রার মেইনটেইন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, কীটনাশক এর উপাদান সঠিকভাবে না থাকা, একইসঙ্গে মাছের খাদ্য ও কীটনাশক বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

সার ও কীটনাশক ব্যবসায়ী মেসার্স শোভা এন্টারপ্রাইজ এর মালিক বিভাষ দেবনাথকে ৭০ হাজার টাকা, মেসার্স গাজী এন্টারপ্রাইজ এর মালিক আনোয়ার হোসেনকে ৪০ হাজার টাকা, মেসার্স মেঘা এন্টারপ্রাইজ মালিক জাহাঙ্গীর হোসেসকে ২ হাজার টাকা এবং দেবনাথ কৃষি ঘর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

৪ টি দোকান মালিককে পৃথক পৃথক ৪টি মামলায় সর্বমোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।