শিরোনাম

নেত্রকোণা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কেন্দুয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) -এর অভিযানকালে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার দিবাগত শনিবার রাত ২টার দিকে র্যাব-১৪ এর একটি দল কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান জিয়া (৪৫) এবং তার দুই সহযোগী নাজিম (২২) ও লিটন (২২)।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, র্যাব-১৪ এর সদস্যরা ৭২ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ আটককৃত তিন ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।