শিরোনাম

সাতক্ষীরা, ২৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ যৌথ বাহিনীর অভিযানকালে একটি অবৈধ দেশীয় পিস্তল ও ধারালো অস্ত্রসহ হাবিবুর রহমান নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান (৩২) জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমানের বসতবাড়ির সামনে থাকা ধানের গোলা থেকে একটি দেশীয় পিস্তল ও ঘরের ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত হাবিবুর রহমানকে অস্ত্রসহ ১৭ বিজিবি’র মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।