বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ

ছবি : বাসস

কুমিল্লা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্ত:সীমান্ত অপরাধ দমনে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার ভোররাত ও সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

এ অভিযানকালে সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া এবং ১০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর এলাকায় বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা। উদ্ধারকৃত সব মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।