শিরোনাম

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার মনোনয়ন চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল নামঞ্জুর করে আজ বুধবার এই রায় দেয় কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশনে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন মনিরুল হক চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন।
শুনানিতে আপিলকারীর আইনজীবী তিনটি অভিযোগ উত্থাপন করেন। অভিযোগগুলো হলো- পূর্বাচল ফুয়েলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মনিরুল হক চৌধুরীর ঋণখেলাপির তথ্য হলফনামায় উল্লেখ না করা, মনির টাওয়ার নামক সম্পত্তির তথ্য গোপন করা এবং নির্ভরশীল প্রতিনিধির বিষয়ে তথ্য না দেওয়া।
এর জবাবে শুনানিতে মনিরুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নথিপত্র উপস্থাপন করে কমিশনকে জানান, ব্যাংক ডকুমেন্ট অনুযায়ী পূর্বাচল ফুয়েলস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী নন, তার স্ত্রী বেগম আজিজুন্নেসা। এছাড়া মনির টাওয়ার আগেই তিনি সন্তানদের নামে লিখে দিয়েছেন। আর নির্ভরশীলদের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক বিষয়।
উভয়পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন ও নথি পর্যালোচনার পর কমিশন অভিযোগগুলো খারিজ করে দিয়ে মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
শুনানি শেষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘সকল নথিপত্র পর্যালোচনা ও দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।’
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে আনিত সব আজগুবি ও গায়েবি অভিযোগ নাকচ করে দিয়ে আমার মনোনয়ন বহাল রেখেছে, এ জন্য কমিশনকে ধন্যবাদ জানাই।’
তিনি কুমিল্লা-৬ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে কুমিল্লার জনগণ এসব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।’