বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় 

ছবি : বাসস

কুমিল্লা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী সহ অন্য নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। 

আজ শনিবার দুপুরে বিএনপি নেতৃবৃন্দ কুমিল্লা চকবাজার কালী মন্দিরের বার্ষিক মহোৎসব অনুষ্ঠান পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম মাসুক, চকবাজার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালীপদ চক্রবর্তী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে বাস করতে চাই। কোনো বিভেদ নয়, আমরা মিলেমিশে থাকবো।