বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:০৩

নেত্রকোণায় সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ

ছবি : বাসস

নেত্রকোণা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): নেত্রকোণায় জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা, খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।

সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ ফোরামের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে খাবার ও কম্বল বিতরণ করা হয়।

ফোরামের সভাপতি ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. হাফিজুল ইসলাম, নেত্রকোণা সদর আসনের ইসালমী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা শরিফ উদ্দীন তালুকদার, নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা সদর সার্কেল এসপি সজল সরকার, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী কামরুল হক, ব্যবসায়ী নেতা এম এ ওয়াহেদ, নেত্রকোণা সদর হাসপাতাল আরএমও মাজহারুল ইসলাম মাজু, নেত্রকোণা চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল হক সায়েম, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। 

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের দশটি উপজেলার সকল সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।