বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:১২

সাতক্ষীরায় মাদক কারবারি আটক

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলা সদরে আজ সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ চারলাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা, ৬টি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি ইয়াসিন আরাফাতকে তার দুই সহযোগি সহ আটক করা হয়েছে। 

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযানকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মো. আমিনুল সরদারের ছেলে মাদক কারবারি মো. ইয়াসিন আরাফাত (২৫), শহরের কামালনগর এলাকার মৃত রাজ্জাক এর ছেলে মো. রাকিব হোসেন (২০) ও একই এলাকার মৃত মুকুল হোসেন এর ছেলে মো. মুরাদ হোসেন (২০)।

সাতক্ষীরা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে তার দুই সহযোগি সহ আটক করা হয়।এসময় ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬ টি দেশীয় অস্ত্র, ১৫ টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম মাদক কারবারি এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা আসামীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।