শিরোনাম

রংপুর, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
আজ বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তাজহাট থানা এলাকায় অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। এছাড়া পৃথক অভিযানে ইয়াবাসহ এক কারবারি ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজীরহাট থানা এলাকায় জুয়া খেলার আসর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। একই থানার আরেক অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হারাগাছ থানা এলাকায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরশুরাম থানা পুলিশ গাঁজা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
কোতয়ালী থানা এলাকায় নিয়মিত টহল ডিউটির সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
মাহিগঞ্জ থানা পুলিশ জিআর ওয়ারেন্ট ও নন-এফআইআর প্রসিকিউশনের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে।
এছাড়া নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারি শুল্ক ফাঁকি দেওয়া বিড়ি বহনকারী একটি পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নাশকতা, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।