শিরোনাম

নাটোর, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার লালপুর উপজেলায় ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে জামাল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান আজ মঙ্গলবার দুপুর ১২টায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।
অভিযানকালে উপজেলার আব্দুলপুর এলাকায় বিভিন্ন ক্ষতিকর দ্রব্য মিশিয়ে গুড় তৈরির কার্যক্রম পরিলক্ষিত হয়। এসময় আব্দুলপুর এলাকার গুড় উৎপাদক জামাল হোসেনকে এ জরিমানা করা হয়।
গুড় তৈরির কারখানা থেকে জব্দ ১৫০ কেজি হাইড্রোজ, চিনি, ময়দা মিশ্রিত গুড় এবং গুড় তৈরির স্থাপনা ধ্বংস করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় জরিমানালব্দ অর্থ আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।