শিরোনাম

রাজশাহী, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহীর গোদাগাড়ী থেকে সাইবার প্রতারণা চক্রের মূলহোতা মারুফ হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার সন্ধ্যায় গোপালপুর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ গোদাগাড়ী থানার কৃষ্ণবাটি বোগদামারির বাসিন্দা।
আজ রোববার র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মামলার বাদী ইসমাইল চৌধুরী রাসেল (৩৭) তৈরি পোশাক কোম্পানির ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে গত ১৪ ডিসেম্বর সকালে একব্যক্তি ফোন করে র্যাবের পরিচয় দিয়ে বলে, র্যাব শীতবস্ত্র বিতরণ করবে তাই অনেক অর্থ প্রয়োজন। চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে ওই ব্যাক্তির ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।
এরপর ব্যবস্থাপক ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় প্রতারণার মামলা দায়ের করেন। মামলার পর র্যাবের যৌথ অভিযানে গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আসামিকে রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।