বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়িতে দোয়া মাহফিল

ছবি: বাসস

খাগড়াছড়ি, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা বিএনপির কাযালয়ে জাতীয়তাবাদী জেলা মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত মহিলা দলের নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা মহিলা দলের দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।