শিরোনাম

পটুয়াখালী, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পটুয়াখালী সদরে চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার পলাতক আসামি মো. সেলিম গাজীকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ নভেম্বর সরোয়ারকে পূর্বপরিকল্পিতভাবে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
আসামি সেলিম গাজীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।