শিরোনাম

রংপুর, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : স্বচ্ছ প্রশাসন, জনবান্ধব সেবা এবং দালালমুক্ত থানা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মিঠাপুকুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ ও থানার ওসি মো. নুরুজ্জামান।
গতকাল রোববার বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাবের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। সভায় এ দুই কর্মকর্তা বলেন, প্রশাসন ও পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ হয়—সে লক্ষ্যে কঠোর অবস্থান নেওয়া হবে।
ইউএনও মো. পারভেজ বলেন, মিঠাপুকুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সেবাপ্রদানে গতি আনাই আমাদের লক্ষ্য। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কামনা করেন।
ওসি মো. নুরুজ্জামান বলেন, থানায় কোনো দালালের জায়গা হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি থানার সেবাকে আরও দ্রুত ও জনবান্ধব করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেবাপ্রাপ্তির জটিলতা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। নবাগত কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে শুনে সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও পুলিশের এই অঙ্গীকার বাস্তবায়িত হলে মিঠাপুকুরে সুশাসন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।