শিরোনাম

পটুয়াখালী, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাউফলে মসজিদভিত্তিক ইমামদের সঙ্গে গণভোটের নিয়ে সচেতনতা বাড়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন করে উপজেলা প্রশাসন।
গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে ইমামদের অবহিত করতেই এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ।
তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটে। সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ হিসেবে ইমামরা সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, গণভোটে ভোটারদের নির্ভয়ে ও সঠিকভাবে ভোট প্রদান নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। তারা গণভোট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং গণভোট সফল করতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আশ্বাস দেন।
সভা শেষে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং ইমামদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।