শিরোনাম

কুড়িগ্রাম, ১৪ ডিসেম্বর, ২০২৫(বাসস) : জেলার ফুলবাড়ীতে ধরলা সেতুর সড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত তৈয়ব আলী (৫৫) উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বিকেলে তৈয়ব আলী লালমনিরহাট জেলা শহর থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। পথে ফুলবাড়ী যাওয়ার আগে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ধরলা সেতুর পাড়ে পৌঁছে নৌকা বাইচ দেখার জন্য তিনি যাত্রীসহ অটোরিকশা থামিয়ে সেতুর ওপর অবস্থান করেন।
এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক তৈয়ব আলী সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।