বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:২১
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪

নানা আয়োজনে ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত

বুধবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি বাসস

টাঙ্গাইল, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহবুবুল চাঁন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মো. শাহনেওয়াজ প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষ্যে স্থানীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর উদ্বোধন করেন প্রধান অতিথি।