শিরোনাম

বাগেরহাট, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে সফল নারীদের মধ্যে।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
এর আগে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভা শেষে সফল পাঁচ নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ক্ষেত্রে শারমিন সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বীথি রানী সরকার, সফল জননী মোসা. ফাতেমা খাতুন, সংগ্রামে জয়ী সুমি বেগম ও সমাজ উন্নয়নে রুনা গাজী।