শিরোনাম

রাঙ্গামাটি, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আঞ্চলিক পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা।
সভা সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জনসংযোগ সংযোগ কর্মকর্তা বিমল কান্তি চাকমা ও সহকারী নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা চাকমা। সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক উপ সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাড.চঞ্চু চাকমা, ফদাং তাং রাংলাই, হাজী মো. কামাল উদ্দিন, নুরুল আলম, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য নাই উ প্রু মারমা মেরি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ সভাপতি থোয়াই অং মারমা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি সমির কান্তি দে, সিএইচটি উইমেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা চাকমা, এনজিও সংস্থা পাড়ার নির্বাহী পরিচালক মো. আব্বাস উদ্দিন প্রমুখ।