বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮

পিরোজপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ ছারছীনা দরবার শরীফের মাহফিল

পিরোজপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম ঈছালে ছাওয়াব মাহফিল সমাপ্ত। ছবি: বাসস

পিরোজপুর, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম ঈছালে ছাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

সোমবার বাদ যোহর তিন দিনব্যাপী এ মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

এ সময় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। এর আগে মোনাজাতের পূর্বে সমবেত ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।

মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে দেশি-বিদেশি মেহমানরা অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওহাব আস সাইদানী।