শিরোনাম

রাজবাড়ী, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের মিলিনিয়াম মার্কেটে দলের কার্যালয়ে রোববার সন্ধ্যায় এ দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শা আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা রেডক্রিসেন্টের সহ-সভাপতি অধ্যাপক মো মুঞ্জুরুল আলম দুলাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবিব, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুসে) জেলার আহ্বায়ক জুলফিকার আলী টিটি প্রমুখ।
দোয়া মাহফিলে ও আলোচনা সভায় বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।