বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৩:২৬

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল

বুধবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খুলনা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারন সম্পাদক  শফিকুল আলম তুহিন, বেগম রেহেনা ঈসা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সদর থানা সভাপতির কে এম হুমায়ূন কবির, সোনাডাঙ্গা থানার সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা-বদরুল আনাম খান, ইশতিয়াক উদ্দিন লাবলু, সাঈদ হাসান লাভলু , চৌধুরী শফিকুল ইসলাম হোসেন , একরামুল কবির মিল্টন, মুসা হোসেন, মুক্তিযোদ্ধা দলের-বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওদুদ খান, বীর মুক্তিযোদ্ধা শেখ বাবুল আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হান্নান, যুবদলেরশেখ আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, রকিবুল ইসলাম রকিব, মাসুদ পারভেজ বাবু মনিরুজ্জামান মনি, রুবেল জমাদ্দার, রাসেল, শেখ সাদী প্রমুখ।