বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

শরীয়তপুরে জলবায়ু সহিষ্ণু ফসল চাষের উপর কর্মশালা

শরীয়তপুরে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

শরীয়তপুর, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : শরীয়তপুরে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় শরীয়তপুর সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ  কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শরীয়তপুরের উপপরিচালক মো. গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার মো. জামাল হোসেন। কর্মশালায় বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি বিপণন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও কৃষকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ গোলাম মস্তফা তার বক্তব্যে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানে কৃষি কর্মকর্তাদের আহ্বান জানান।