শিরোনাম

পিরোজপুর, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): পিরোজপুর সদর উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
ঢাকার পুরনো পল্টন এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান আলম পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের মাথাবেড়া গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ২০১০ সালে ঝিনাইদহে একটি হত্যা মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান আলম। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, র্যাব-৩ মগবাজার এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসাদুজ্জামান আলমকে ঢাকা মহানগরের পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, যাবজ্জীবন সাজ্জাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান আলমকে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।