শিরোনাম

ঝিনাইদহ, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার শৈলকুপা উপজেলায় আজ অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার দুপুরে শৈলকুপা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুনতাসির রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘন করে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের শাহ ব্রিকস, একই গ্রামের মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস- এ চারটি ইটভাটা পরিচালনা ও সেখানে জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহ ব্রিকস, মিলন ব্রিকস, মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস -এর চিমনি এর ভেঙ্গে দেয়া হয়। পাশাপাশি প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।