শিরোনাম

বরিশাল, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে জেলার হিজলা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সরকারী হিজলা ডিগ্রি কলেজের সভাকক্ষে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. রোকুনুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা, নির্বাচন সংক্রান্ত আইনগত বিধান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্ব-কর্তব্য ও আচরণবিধি, ভোটকেন্দ্র পরিচালনা, ভোটার সহায়তা ও অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে-কলমে দিক নির্দেশনা প্রদান করেন।