শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের চত্বরের উন্মুক্ত মঞ্চে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (ঢাকা) মো. জাকির হোসেন প্রমুখ।
এ সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন।