বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪০

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ১০৬ বন্দি আবেদন করেছেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অন্যান্য বারের নির্বাচনের চেয়ে এবার পোস্টাল ভোটের প্রচার-প্রচারণা বেশি ছিলো। প্রার্থীরাও পোস্টাল ভোটকে বেশ গুরুত্ব দিয়েছেন এবং পোস্টাল ভোটের আবেদনের জন্য উৎসাহ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ জন বন্দি জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বাসসকে জানান, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে প্রতিদিন গড়ে সাড়ে ৬ শতাধিক বন্দি থাকে। আজ সকালেও বন্দির সংখ্যা ছিল ৬৫৫ জন। তাদের মধ্যে থেকে ১০৬ জন পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। এই ১০৬ জনই চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ভোটার।

তিনি বলেন, পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন এমন কয়েকজনের জামিনও হয়ে গেছে এরই মধ্যে। তারাও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ করবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজাদুল হেলাল বলেন, বন্দিদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা করা হবে।  ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এমন কোনো বন্দি যদি ভোটের আগে জামিন পেয়ে যান, তাকেও পোস্টাল ভোটই প্রদান করতে হবে। তার সরাসরি ভোট দেওয়ার সুযোগ কোনো সুযোগ নেই।