বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

বেগম জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ

ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ। সকাল থেকে তাঁর রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদরাসাসহ দলীয় কার্যালয়ে চলছে খতমে কোরআন ও দোয়া মাহফিল। 

দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ পরিধান করছে কাল ব্যাচ। দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। 

বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশের পর জেলার সর্বত্রই বিরাজ করছে শোকের ছায়া। সর্বত্রই আলোচ্য বিষয় বেগম খালেদা জিয়া। সর্বত্র আলোচনা চলছে তাঁর সাহসী ও আপষহীন সংগ্রামের কথা।

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা সকালে বাসসকে জানান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশবাসী আজ শোকাহত। বাংলাদেশ আজ একজন অপ্রতিরোধ্য আপোষহীন নেত্রীকে হারালো। 

প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করে বিএনপির এই প্রবীণ নেতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। নেত্রীর মৃত্যুতে আমরা শিবগঞ্জের দলীয় অফিসসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় খতমে কোরআনের আয়োজন করেছি। পাশাপাশি নেত্রীর রুহের মাগফেরাত কামনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এ সময় তিনি আরও বলেন, ম্যাডামের জানাজায় অংশগ্রহণ করতে আমরা শিবগঞ্জ থেকে অসংখ্য নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা যুবদল খতমে কোরআন ও দোয়া মাহফিলসহ কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করছি। 

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে সকাল সকাল শিবগঞ্জ দলীয় কার্যালয়ে ছুটে আসেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের তোহিদ নামে একজন ছাত্রদল কর্মী। নেত্রীর মৃত্যু কোনভাবেই যেন তৌহিদ মেনে নিতে পারছে না। উচ্চস্বরে কেঁদে কেঁদে তৌহিদ জানান, আজ বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে। 

নেত্রীর মৃত্যু অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তিনি বলেন, ম্যাডামের চিরবিদায়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা কোনদিন পূরণ হবে না।